শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

বাগাদী ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

reporter / ৪৭৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

পড়ালেখার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে
—– বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন,  লেখাপড়ার বিকল্প  কিছু নেই।পড়ালেখার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে এল.জি. এস. পি-৩ উন্নয়ন সহায়তা অর্থ তহবিল হতে  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে  আরো বলেন, আমাদের মেয়েরা স্বর্ন পদক জয় করেছে।আগামী দিনে তোমারা তোমাদের পথ চলায় এগিয়ে যেতে হবে ।আমি আশাকরি একদিন তোমরা খুব বড় পরিসরে যাবে।আমরা বাল্য বিবাহ চাই না।আমরা চাই প্রতিটা শিক্ষার্থী পড়ালেখা করে মানুষের মতো মানুষ হোক।নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবো।আজকে সেই উক্তি পেরিয়ে আমাদের মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে। তোমাদের চাঁদপুরে কিন্তু  বর্তমানে  মহিলা কর্মকর্তার সংখ্যা কিন্তু পুরুষের সমান।মেয়েদের সংখ্যা কিন্তু দিন দিন সব জায়গায় বৃদ্ধি পাচ্ছে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
 বাগাদী ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, (রাজস্ব ) আয়েশা আক্তার, (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত )  ফাহমিদা হক,সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন এবং সম্মননা স্মারক প্রদান করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলায়ে হোসেন।
এদিন প্রায় ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিভাগীয় কমিশনার এ সময় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর কার্যক্রম পরিদর্শন, বাগাদী গণি উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এছাড়াও তিনি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর