মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার ১৮ অক্টোবর মতলব দক্ষিন উপজেলার নওগাঁও উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে এ দিবসটি পালন করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘শেখ রাসেল/ নির্মলতার প্রতীক/ দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’। দিবসটি উপলক্ষ্যে নওগাঁও উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্গন, রচনা প্রতিযোগিতা আলোচনা সভা বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে ।
বিদ্যালয়ের সভাপতি শিব্বির আহমেদের সভাপতি কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল হক আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী মমিনুল হক রতন পাটোয়ারী, অভিভাবক সদস্য দুদু মিয়াজী, মোস্তফা কামাল, বলাই সরকার, সরকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক জাকির হোসেন, আইয়ুব আলী খান, হাবিবুর রহমান, সালাম বকাউল, শাহ আলম, মাহমুদুল হাসান, আবু ইউসুফ রাশেদুল হক, নাজমুল হক নিপা সেনসহ ছাত্র ছাত্রীরা । অনুষ্ঠন শেষে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।