সুমন আহমেদ :
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩রা সেপ্টেম্বর উপজেলা বিএনপির উদ্যোগে তানভীর হুদার নেতৃত্ব বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে।
শনিবার (৩০আগস্ট) বিকেলে উপজেলার ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলামের সভাপতিত্ব ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপি নেতা ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম হানিফ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাশার সগির, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মহসিন অজি, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হালিম সরকার রিংকু, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুজাহিদ হোসেন, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হালিম সরকার, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ আল আমিন, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ নাজমুল হাসান, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাহবুব মৃধা, ফতেপুর পূর্ব ইউনিয়ন মৎস্যজীবীদলের সভাপতি মোঃ আকতার হোসেন, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নেয়ামত মুফতিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মীরা অংশ নেন।