বেকারত্বের হার কমাতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর
——— প্রতিমন্ত্রী ড.শামসুল আলম
কামরুল হাসান রাব্বিঃ
-চাঁদপুরের মতলব উত্তরে যুব উন্নয়ন বিভাগের উদ্যোগে দুই মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের টেকাব(টেকনোলজি এমপায়ারম্যান্ট সেন্টার অন হুইল ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ)প্রকল্পের আওতায়
মঙ্গলবার বেলা ১ টায় উপজেলা বটতলা চত্বরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,
দেশে বেকারত্বের হার কমাতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।
বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ শেষে তাদের সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করে দিচ্ছেন। এতে দেশের বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ বীরমুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস,উপজেলা যুব কর্মকর্তা তারিক মাহমুদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ৷