নিজস্ব প্রতিনিধিঃ
মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত ২৩ জুলাই বরিবার উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিন থানার ওসি (তদন্ত) সালেহ আহম্মেদ। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমার দাস, বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ডিজিএম সহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আফরোজ, ফায়ার সার্ভিস কর্মকর্তা আসাদুজ্জামান, পল্লি উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত, সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান, নির্বাচন অফিসার আবু জাহের ভূইয়া, সহকারী শিক্ষা অফিসার সেলিনা বেগম, খাদ্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, এসময় বক্তারা তাদের নিজস্ব দপ্তর/প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাবলিক সেবার বিষয়ে বক্তব্য রাখেন ।