শিরোনাম:
ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪ সদস্যদের পদত্যাগ ৬ নং কলাকান্দা ইউনিয়ন ২ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম বার্ষিক উপলক্ষে মিলাদ মাহফিল চাদপুর ২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে হাতপাখার লিফলেট বিতরণ ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন

মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

reporter / ২০৯ ভিউ
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

সাইফুর রহমান সবুজঃ
মতলব দক্ষিণ উপজেলায় অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষ করতে আগ্রহী কৃষকরা। লাভবান হওয়ার আশায় ভুট্টা চাষ করছে চাষীরা।
মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারন অফিস থেকে জানা যায়, রবি মৌসুমে ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলার ২ পৌরসভা, ৫টি ইউনিয়নে ৩১৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। হেক্টরপ্রতি ১১.৫০ মেট্রিক টন করে মোট ৩৬৫০০ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।এদিকে এবার ভুট্টার দাম তুলনামূলক কিছুটা কম হওয়ায় কৃষকরা পরেছে দুশ্চিন্তায়। অনেক কৃষক দাম নিয়ে শঙ্কায় রয়েছে।
মতলব দক্ষিণ উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে হাইব্রিড এনএইচ৭৭২০, এনকে৪০, পাইউনিয়ার সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ হয়েছে। অপেক্ষাকৃত উঁচু জমিতে ভুট্টা চাষ হয়েছে বেশি। অধিক লাভ হওয়ার আশায় এবার বোরো ধানের জমিতেও ভুট্টা চাষ করেছে কৃষকরা।
 উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের কৃষক জাহিদ হোসেন বলেন, লাভের আশায় নিজের জমি ও বর্গা জমি লইয়া ভুট্টা চাষ করছি।ভুট্টা বেঁচা  ছাড়াও ভুট্টার গাছ লাকরি হিসেবে ব্যবহার করি।আমি আগে যেই জমিতে বোরো ধান চাষ করতাম এহন ঐ জমিতে ভুট্টা চাষ করছি।
মতলব পৌরসভার জসিম মিয়াজী বলেন,আমরা কৃষি অফিসের পরামর্শে জমিতে হাইব্রিড ভুট্টার চাষ করছি। ফলন খুবই ভালো হইছে।হুনছি ভুট্রার দাম নাকি এ  বছর কইম্মা যাইবো। দাম কইম্মা গেলে তো আমাগো লস হইবো। এমনে ভুট্টার ফলন অনেক ভালো অইছে।
 উপজেলার উপাধি গ্রামের জাহাঙ্গীর আলম বলেন,অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ কম। আবার লাভও বেশি। এজন্য অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষ করতে আগ্রহী আমরা। সামনের বছর আরো বেশি চাষ করমু।
একাধিক ভুট্টা ব্যবসায়ী বলেন,গত বছরের তুলনায় এ বছর ভুট্টার দাম কম।কয়েকদিন পরে আরো কমে যেতে পারে ।বর্তমানে ৯৫০-১০৫০ টাকা মন প্রতি ভুট্টা।
নারায়নপুর পৌরসভার রসুলপুর গ্রামের নুরুজ্জামান, কালিকাপুর গ্রামের লোকমান মিয়া দৈনিক প্রিয় চাঁদপুরকে জানায়, এ বছর ভুট্টার ফলন ভালো হয়েছে। আমরা যা আশা করছি এরচেয়ে বেশি উৎপাদন হয়েছে। তবে দাম নিয়ে শঙ্কায় আছি।
মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পাল প্রিয় চাঁদপুরকে জানান, অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষ লাভজনক। মতলব দক্ষিণের কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। অনুকূল পরিবেশ, রোগবালাই আক্রান্ত কম হওয়ায় এ বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। আমি এবং আমার অফিসাররা কৃষকের সেবায় সব সময় আন্তরিক। উপজেলার ২০০ জন কৃষককে কৃষি প্রনোদনা এবং  ২০০ জন কৃষককেই বিনামূল্যে সার ও বীজ দিয়েছি। ভুট্টা চাষে ৫ জন কৃষককে কৃষি প্রদর্শনী দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর