শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

মতলব প্রেসক্লাবের কার্যকরী কমিটির বিদায় ও বরণ

reporter / ২৯৭ ভিউ
আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩

তাওহীদ পাটোয়ারী মনিরঃ
মতলব প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বিদায় ও বরণ গত ৯ মে শুক্রবার বিকাল ৪টায় বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মতলব প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভাপতি নিমাই চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
 মতলব প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফজলে রাব্বী ইয়ামিন, গোলাম হায়দার মোল্লা, যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন তালুকদার, সাবেক অর্থ সম্পাদক পলাশ রায়, দপ্তর সম্পাদক সোবহান ফারুক, ক্রীড়া সম্পাদক মোঃ শরীফ পাটোয়ারী, সদস্য সমির ভট্টাচার্য্য,  খোরশেদ আলম প্রমুখ।
 বিদায়ী সভাপতি মোঃ আক্তার হোসেন বলেন, আমরা সুনামের সাথে দায়িত্ব করেছি। আশা করি, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সুনাম অক্ষুন্ন রাখবেন। সাধারণ সম্পাদক শারীরিক অসুস্থতার কারণে আজকের সভায় উপস্থিত থাকতে পারে নাই বলে দুঃখ প্রকাশ করছি। তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা করছি।
 নতুন কমিটির সভাপতি নিমাই চন্দ্র ঘোষ বলেন, সকলের সহযোগিতা নিয়ে ও মতলব প্রেসক্লাবের নিয়মনীতি মেনে সংগঠন ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করবো।


এই বিভাগের আরও খবর