শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা সম্পন্ন

reporter / ৩০৯ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

 নিজস্ব প্রতিবেদকঃ মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
গতকাল ২ এপ্রিল শ‌নিবার সকাল সাড়ে ১০ টায় বিদ‌্যালয় মাঠে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা  উ‌ত্তোলন, কুচকাওয়াজ ও শা‌ন্তির প্রতীক পায়রা উ‌ড়ি‌য়ে ক্রীড়া  প্রতি‌যো‌গিতার আনুষ্ঠানিক উ‌দ্বোধন ক‌রেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজ‌লিশ।
 অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজ‌লিশ বলেন,
শিক্ষার্থী‌দের জন‌্য আজ‌কের দিন‌টি অ‌নেক প্রতি‌ক্ষিত আন‌ন্দের। দীর্ঘ দুই বছর পর আবার মা‌ঠে ক্রিড়া প্রতি‌যো‌গিতায় শিক্ষার্থীরা অংশ নি‌তে পে‌রে বেশ উ‌চ্ছাসিত। পাশাপা‌শি শিক্ষা প্রতিষ্ঠানগু‌লো পাঠদা‌নে ফি‌রে এ‌সে‌ ক্রীড়া ও সংস্কৃ‌তি সরগরম হ‌য়ে ও‌ঠে‌ছে।
জেলা শহরের মধ্যে  সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি মেয়েদের জন্য বড় মাঠ হলে খেলাধুলার জন্য ভালো হতে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে শারীরিক মানসিক ভালো থাকে।
অ‌বিভাবক‌দের উ‌দ্দে‌শ্যে আরো ব‌লেন, মে‌য়ে সন্তান প‌রিবা‌রের সম্পদ;তা‌দের সু‌শিক্ষায় শি‌ক্ষিত কর‌তে হ‌বে। তারা য‌দি সাবলম্বী হ‌লে প‌রিবার ও সমাজ দুই উপকৃত হ‌বে। বাবা- মায়েরা স‌ঠিক শিক্ষার জন‌্য ম‌নোবল যোগা‌তে হ‌বে। বতর্মান প্রযু‌ক্তি নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম যু‌গে সুফল ও কুফল দুই আ‌ছে। তাই তোমরা প্রযুক্তির ভাল দিক গু‌লো গ্রহণ কর‌বে।
কেউ য‌দি তোমা‌দের স্কুলে আসা-যাওয়ার পথে ইভ‌টি‌জিং করে তাহ‌লে থানায় অ‌ভিযোগ কর‌তে কোন দ্বিধা কর‌বে না। তাদের বিরুদ্ধে যথাযথ ভাবে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বে মেয়েরা এগিয়ে, দে‌শের প্রধানমন্ত্রী ম‌হিলা ও স্থানীয় এম‌পি শিক্ষামন্ত্রীও ম‌হিলা।
বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ দেবনারথর সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তিথর বক্তব‌্য রা‌খেন পু‌লিশ;সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)
শিক্ষক শি‌রিন আক্তার, চাঁদপুর সুলতান ও মাসুদুর রহমা‌নের ধারা বর্ননা ও অনুষ্ঠান প‌রিচালনা ক‌রেন।
ক্রীড়ানুষ্ঠান উদ্বোধনের পর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
খেলা প‌রিচালনায় ছি‌লেন সহকারী‌ প্রধান শিক্ষক আ‌লেয়া ফের‌দৌসা, মোঃ জা‌হিদুল ইসলাম, আবুল কা‌শেম মোহাম্মদ আসাদ উল্লা, আসমা আক্তার।


এই বিভাগের আরও খবর