শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফরিদগঞ্জের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

reporter / ৩৬৫ ভিউ
আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম  : শীতকালী ক্রীড়া প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে ৪টি ইভেন্টে প্রথম হওয়া সহ ক্রীড়া প্রতিযোগিতায় কয়েকটি ইভেন্ডে কৃতিত্ব অর্জন করছে ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
উপজেলা পর্যায়ের বাঁচাই পর্ব শেষে ২০ জানুয়ারী (শুক্রবার) চাঁদপুর জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ব্যাবস্থাপনায় আয়োজিত ৫১তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলায় এমন সাফল্য অর্জন করে এই শিক্ষার্থীরা।
শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরা হলো, রাসেল হোসেন বালক বড় গ্রুপের ৪০০ মিটার দৌড়ে প্রথমস্থান অর্জন করেন, বালক মধ্যম গ্রুপের ২০০ মিটার দৌড়ে প্রথমস্থান অর্জন করেছে মোঃ শামীম খন্দকার, বালিকা মধ্যম গ্রুপের বল নিক্ষেপে প্রথম স্থান অর্জন করেছে উম্মে হাবিবা, বালক ছোট গ্রুপের সাইক্লিংয়ে প্রথম স্থান অর্জন করেছে সাইফুল ইসলাম সহ প্রতিযোগীতার এবারের মৌসুমে মোট ৬ জন শিক্ষার্থী কৃতিত্বের মধ্যমে পুরস্কার ও সনদ অর্জন করেন।
শিক্ষার্থীদের এমন সাফল্যে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক লিটন চন্দ্র সাহা এই প্রতিবেদককে জানান ,আমি আজ গর্বিত আমার শিক্ষার্থীদের নিয়ে। কারন আমার শিক্ষার্থীরা ফরিদগঞ্জ উপজেলার প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠানকে পেছনে ফেলে আজ জেলা পর্যায়ে সকল উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহনের মধ্যে ৪টি খেলায় প্রথম সহ মোট ৬ টি খেলায় কৃতিত্ব অর্জন করেন। শিক্ষার্থীদের এমন অর্জনে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে সত্যিই আমি আনন্দিত এবং গর্বিত৷ একজন ক্রীড়া শিক্ষক  হিসেবে আমি পড়াশুনার পাশাপাশি সবসময় শিক্ষার্থীদের খেলাধুলায় এবং সাংস্কৃতিক চর্চায় সরব রাখার চেষ্টা করি।


এই বিভাগের আরও খবর