শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

সম্পাদক ও প্রকাশকের শুভেচ্ছা 

reporter / ৪৮৯ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

দৈনিক প্রিয় চাঁদপুর প্রকাশনার দ্বিতীয় বর্ষে পদার্পণ 
প্রিয় চাঁদপুর রিপোর্টঃ
দৈনিক প্রিয় চাঁদপুর  এক বছর পেরিয়ে আজ দ্বিতীয় বর্ষে পদার্পণ। এ উপলক্ষে চাঁদপুর জেলার সকল পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, পত্রিকার সকল কলাকৌশলী, বিভিন্ন উপজেলার প্রতিনিধিগন, বিজ্ঞাপনদাতা, পাঠক, প্রিয়জন, শুভ্যানুধায়ী, শুভাকাঙ্ক্ষীদের প্রিয় চাঁদপুর পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।
গত বছরের ০৭ নভেম্বর / ২১ খ্রিঃ তারিখে চাঁদপুরের তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তার সম্মেলন কক্ষে দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার ঘোষণাপত্র প্রদান ও  প্রকাশনার অনুমতি দেন।
সেদিন অনেকটা চ্যালেঞ্জ নিয়ে পরদিন অর্থাৎ ৮ নভেম্বর ‘ দৈনিক প্রিয় চাঁদপুর’ পত্রিকা প্রকাশনার যাত্রা শুরু হয়েছে। যা চাঁদপুর জেলার প্রথম পত্রিকা ঘোষণা পত্র প্রাপ্তির ১২ ঘন্টার মধ্যে পাঠকের কাছে পৌঁছে যায়। জেলার মধ্যে একমাত্র পত্রিকা যা সবচেয়ে কম সময়ে পাঠক হাতে পেয়ে যায়। অনেক চড়াই উৎরাই পেরিয়ে দীর্ঘ ৩৬৫ দিন অর্থাৎ এক বছর পার করে আজ দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে প্রিয় চাঁদপুরের প্রকাশনা।
ঘোষণাপত্র প্রাপ্তির পর একটি দৈনিক পত্রিকা তার পরের দিন প্রকাশ করা অতটা সহজ ছিল না। তবুও দৃঢ় মনোবল আর সাহস নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে পরেরদিন পত্রিকা প্রকাশ করতে কাজ শুরু করে দেই।যদিও মনের ভিতরে অনেক ভীতি ও সংশয়  কাজ করছিলো। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরের দিন পত্রিকা প্রকাশ করতে সক্ষম হই। তবে এ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ। পরেরদিন পত্রিকার প্রথম সংখ্যা পেয়ে তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ রীতিমতো অবাক হয়েছিলেন এবং পত্রিকা প্রকাশে সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও আমাকে সব সময়ে অভিভাবক হিসেবে সাহস যুগিয়েছেন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।  প্রিয়জন সহ অনেকেই বুদ্ধি পরামর্শ ও সাহস ভালবাসা দিয়ে সহায়তা করেছেন তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
তারপর থেকে শুরু করে আজ পযন্ত নিরবিচ্ছিন্ন ভাবে পত্রিকার প্রকাশনা চলছে। আপ্রাণ চেষ্টা চালিয়েছি পত্রিকাটি পাঠকের প্রিয় পত্রিকা হিসেবে জেলাবাসীর কাছে গ্রহণ যোগ্যতা অর্জন করতে। কতটুকু পেরেছি তা পাঠক সমাজের লোকজনই মন্তব্য করতে পারবে।তবে চেষ্টা করেছি পাঠকের চাহিদামতো সমালোচনার উর্ধ্বে থেকে পত্রিকা প্রকাশনা চালিয়ে যেতে।  নিয়মিত প্রকাশ করা খুব একটা  সহজ ব্যাপার নয়, তারপরও দৃঢ় প্রত্যয় আর সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে দৈনিক প্রিয় চাঁদপুর । পত্রিকায় বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে বিভিন্ন চাপ ও লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। চেষ্টা করেছে সততা, নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ সংবাদ পরিবেশনের জন্য। দৈনিক প্রিয় চাঁদপুর নিয়মিত প্রকাশনা চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে। এ যাত্রা অব্যাহত রাখতে দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকাটি  পাঠক সমৃদ্ধ করতে সকলের বুদ্ধি পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।
দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকাটি জেলার সকল উপজেলায় নিয়মিত প্রকাশ হচ্ছে। সকল উপজেলার আর্থ সামাজিক, রাজনৈতিক শিক্ষা, শিল্প, সংস্কৃতি, উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে লেখা প্রকাশ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে মাসে দু’বার ‘ প্রিয় ক্যাম্পাস পরিক্রমা ‘ নামে শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত প্রকাশ হচ্ছে যা শিক্ষাখাত কে সমৃদ্ধ করছে। বিনোদন, খেলাধুলার সংবাদ ও নিয়মিত প্রকাশ হচ্ছে। নতুন আরো কিছু বিষয় নিয়ে কাজ চলছে। অর্থাৎ পত্রিকাটির বয়স এক বছর হলেও চাঁদপুর জেলার ২০ টির অধিক স্থানীয় দৈনিক পত্রিকার সাথে তাল মিলিয়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে । চাঁদপুর জেলায় ২০ এর অধিক স্থানীয় দৈনিক পত্রিকা হলেও নিয়মিত প্রকাশ হচ্ছে মাত্র ৫/৬ টি পত্রিকা। দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকা শুরু থেকেই নিয়মিত প্রকাশ হচ্ছে। অন্যায়-অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে  যেমন আপোষ করে না, আবার দেশ সমাজ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে ও কার্পণ্য করে না দৈনিক প্রিয় চাঁদপুর।
দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকাটি এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রিয়জন, পাঠক, সকল শুভ্যানুধায়ী, শুভাকাঙ্ক্ষী, চাঁদপুর জেলার সকল পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, পত্রিকার সকল কলাকৌশলী, বিভিন্ন উপজেলার প্রতিনিধিগন, বিজ্ঞাপনদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সকলের কাছ থেকে দোয়া, ভালবাসা ও সহযোগিতা কামনা করছি।
কৃতজ্ঞতা প্রকাশে—
বোরহান উদ্দিন ডালিম
প্রকাশক ও সম্পাদক
দৈনিক প্রিয় চাঁদপুর।


এই বিভাগের আরও খবর