নিজস্ব প্রতিবেদকঃ
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ জানুয়ারি সকালে চাঁদপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউচার আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সহ – সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন।
আলোচনা সভাশেষে প্রধান অতিথি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।