নিজস্ব প্রতিবেদকঃ
হাজীগঞ্জে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল চাঁদপুর তরুন সংঘের উদ্যােগে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। চ্যাম্পিয়ন সৈয়দ একাদশ।
২০ জানুয়ারী শুক্রবার বিকেলে বাজনাখাল চাঁদপুর প্রধানিয়া বাড়ির উত্তর পাশের মাঠে মাতৈন একাদশের সাথে ৫০ মিনিটের খেলায় ১-১ গোলে সমতা থাকায় ট্রাইবেকারে বিনিময়ে চ্যাম্পিয়ন সৈয়দ একাদশ।
আব্দুল কাদের শিমুলের সঞ্চলনায় আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোহাম্মদ জানেবুল হাসান, রামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ছোটন এগ্রো ভিশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহাদাত হোসেন প্রধানীয়া, বিশিষ্ট সমাজ সেবক কামরুল মুন্সি, শাহাদাত হোসেন সহ আরো অনেকে,
মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-মো.শাখাওয়াত প্রধানিয়া, এমরান প্রধানিয়া, আল-আমিন, তাজল মুন্সি, রাকিব প্রধানিয়া।
খেলায় আমন্ত্রিত অথিতিদের উপস্থিতিতে খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।