হাজীগঞ্জ প্রতিনিধিঃ
হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে । চ্যাম্পিয়ন হয়েছে হাজীগঞ্জ সিটি ক্লাব।
শুক্রবার বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে প্রচেষ্টা ক্লাবের সাথে ৯ উইকেট বিনিময়ে চ্যাম্পিয়ন হাজীগঞ্জ সিটি ক্লাব।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ, সাবেক সরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর(অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর সৈয়দ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.হাশেম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবন, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসিন হামিদ, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি,
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানগন।