নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল মঙ্গলবার (১১ জুলাই) চাঁদপুর জেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
“Unleashing the power of gender equality: uplifting the voices of women and girls to unlock our world’s infinite possibilities” অর্থাৎ ” জেন্ডার সমতাই শক্তি : নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন ” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক ডা: মো: ইলিয়াস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নইম পাটওয়ারী দুলাল , চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ।
আলোচনা শেষে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।