শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

পূজা-নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত দেশ অস্থিতিশীল করতে পারে

reporter / ৪৬৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

পূজা-নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী। তারা যেন দুর্গাপূজা ও নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সংকট, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকবে হবে।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার সময় আনসার ভিডিপির ভূমিকা ছিল অপরিসীম। যুবসমাজকে কর্মদক্ষ, নারীর উন্নয়নে কাজ করছে এ বাহিনী। সব সংকটে থাকে আনসার ভিডিপির সদস্যরা। প্রতিটি গ্রামে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ আছেন। সামাজিক ব্যাধিতে সক্রিয় ভূমিকা পালন করছে। প্রশিক্ষিত ৬৪ জন সদস্য দিয়ে গুজব ঠেকানো কাজ করা সম্ভব।

অনুষ্ঠান শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে বাহিনীর সদস্যদের ১৬টি সাইকেল ও একটি সেলাই মেশিন তুলে দেন শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর জেলার কমান্ড্যান্ট রোকসানা বেগম, কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আউয়াল, চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল।


এই বিভাগের আরও খবর