শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

হাজীগঞ্জের মাদক ব্যবসায়ী শওকতের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

reporter / ৪৭৪ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

চাঁদপুরের হাজীগঞ্জে আদালতের নির্দেশে মাদক ব্যবসায়ী শওকতের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে পুলিশ। গত ১৬ অক্টোবর সোমবার হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শওকতের বাড়িতে গিয়ে নামীয় সম্পত্তি জব্দ করে পুলিশ।

শওকত টোরাগড় গ্রামের হোসেন উদ্দিন হাজী বাড়ির আলাউদ্দিনের ছেলে। ওই বাড়ির মমিন মিয়ার ছেলে কাইয়ুমকে ৪৫০ পিস ইয়াবাসহ চলতি বছরের গত ১১ জুলাই আটক করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ১১, তারিখ- ১১/৭/২০২৩ইং। ওই মামলায় আদালতে হাজির না হওয়ায় সম্পত্তি ক্রোধের নির্দেশ দেওয়া হয়। পুলিশ এসময় কালো রঙের মাইক্রো গাড়ি এবং একটি পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে।

হাজীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে পুলিশের তালিকা ভূক্ত আসামী শওকত। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১২টি মাদক মামলা দায়ের করেছে পুলিশ। টোরাগড় গ্রামের উত্তর পাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে মাঠে থাকা নির্জন বাড়ি গুলোতে অবস্থান করে। এ মাদক ব্যবসা করে অঢেল সম্পদের মালিক বনে গেছে। তার শশুরের বিকাশ এজেন্ট দোকানে মাদক ব্যবসায়ের টাকা লেনদেন করা হয়। সেখানে টাকা বুঝে পেলেই নিদিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয় মাদক।
হাজীগঞ্জ বাজার থেকে শুরু করে শাহরাস্তির দোয়াভাঙ্গা এবং টোরাগড় গ্রাম পযন্ত নির্দিষ্ট সীমানায় জন প্রতি ১ হাজার টাকা করে হাজিরা ভিত্তিক সোর্সের মাধ্যমে পুলিশের চেক পোস্ট ও অভিযানের আগাম তথ্য সংগ্রহ করে থাকে শওকত।

এ ছাড়াও সংবাদ না করা শর্তে একাধিক ব্যক্তিকে প্রতি মাসে মাসোয়ারা পাঠানো হয় বলে জানা যায়।


এই বিভাগের আরও খবর