শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

৭ ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মরণে চেতনায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

reporter / ৪৬৪ ভিউ
আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ৭ মার্চ সোমবার ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে পুলিশ লাইন্স, চাঁদপুরে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাষ্কর্য “চেতনায় মুক্তিযুদ্ধ” স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন  চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ’সহ জেলা পুলিশ, চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় একে একে নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল ও পিবিআই, চাঁদপুরের ইউনিট প্রধানগণ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন পিপিএম এর সঞ্চালনায় ঐতিহাসিক ০৭ ই মার্চ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাননীয় পুলিশ সুপার  মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)  ও বিশেষ অতিথি হিসেবে নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের সুযোগ্য পুলিশ মোঃ কামরুজ্জামান, পিবিআই-চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভীন  উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাননীয় পুলিশ সুপার মহোদয় জানান- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মধ্যে স্পষ্টভাবেই বাংলাদেশের স্বাধীনতার শব্দটি উচ্চারিত করেছিলেন এবং এরই সাথে দেশের সকল মানুষকে নিজ নিজ জায়গা থেকে শক্ত অবস্থানে থেকে স্পষ্টভাবে গেরিলাযুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ভাষণটি আজ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত দেওয়া হয়। আজও বাঙালি জাতির পিতার স্বাধীনতার ডাক – ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।’ তিনি বলেন,  ‘আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমরা এ দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকদেরকে হত্যা করা হয়, আমি যদি হুকুম দিতে নাও পারি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।” শুনলে শরীরের রক্ত টগবগ করে উঠে। এতো রক্তের উপর নির্মিত স্বাধীনতার সম্মানকে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী কখনো খর্ব হতে দিতে পারিনা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর