শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

জব্দকরা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস  মতলব উত্তরে ৪ কোটি ৫০ লাখ টাকার কারেন্ট জাল ও শতাধীক বাঁশ জব্দ

reporter / ৩২৯ ভিউ
আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

মতলব উত্তর প্রতিনিধিঃ
 মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থান অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও নদ-নদীর বিভিন্ন স্থানে বাঁশের ঘের উচ্ছেদ করে শতাধীক বাঁশ জব্দ করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকরা ওই জাল ফাঁড়ি সংলগ্ন স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান জানান, নদীতে মাছ রক্ষায়-মেঘনা নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। তখন জেলেরা কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা কারেন্ট জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নদীতে ভাসমান অবস্থায় ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা। অভিযান চলাকালে এসআই সুভাস চন্দ্র সাহ, এএসআই মাইনুল ইসলাম’সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর