শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

মতলব উত্তরে কৃষি জমিতে ড্রেজিং করায় মেশিন ভাংচুর

reporter / ৩০৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ মতলব উত্তর উপজেলার নবুরকান্দি বিলে কৃষি জমিতে ড্রেজিং করার অপরাধে একটি ড্রেজার মেশিন ও পাইপ ভাংচুর এবং একটি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান।
স্থানীয় বাসিন্দারা জানান, নবুরকান্দি গ্রামের মো. আলাউদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে কৃষি জমিতে ড্রেজিং করছিলেন। এতে করে কৃষি জমি বিনষ্ট হচ্ছিল। এলাকাবাসী প্রতিবাদ করেও লাভ হয়নি। খবর পেয়ে ওই স্থানে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভূমি আইন অনুযায়ি ড্রেজিংয়ের সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানার বিধান থাকলেও মালিক উপস্থিত না হওয়ায় ড্রেজার মেশিন ভাংচুর করা হয়েছে।
এছাড়াও গজরা বাজারের বোরহান উদ্দিন সরকার ফার্মেসীতে অবৈধ যৌন উত্তেজক ওষুধ, মেয়াদ ও দর বিহীন এবং অননুমোদিত পশুর ওষুধ পাওয়ায় মালিক বোরহানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান বলেন, যেখানেই আইন বহির্ভূত কার্যক্রম পাওয়া যাবে, সেখানেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমিতে ড্রেজিং নিষিদ্ধ করেছেন সরকার।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিনসহ পুলিশ সদস্যবৃন্দ।


এই বিভাগের আরও খবর