শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম কার্যক্রম চালু

reporter / ২৩৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম কার্যক্রম চালু করা হয়েছে। গত ১৬ মে বেলা এগারোটায় ফিতা কেটে আলট্রাসনোগ্রাম কার্যক্রমের উদ্ধোধন করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাদাত হোসাইন। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুল্লাহ সৌরভ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ মেডিকেল অফিসারবৃন্দ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুল্লাহ সৌরভ বলেন, মতলব দক্ষিণ উপজেলার সর্বসাধারনের সেবার জন্য আল্ট্রাসনোগ্রাম  কার্যক্রমটি চালু করা হয়েছে। এ কার্যক্রমটির জন্য দুজন মেডিকেল অফিসার ( পুরুষ ও মহিলা)  দায়িত্বে নিয়োজিত থাকবেন।এ ক্ষেত্রে সরকারী ফি ২০০  ও ২৫০ টাকা নির্ধারন করা হয়েছে। অপরদিকে চাঁদপুরের সিভিল সার্জন আলট্রাসনোগ্রাম কার্যক্রম উদ্ধোধন শেষে হাসপাতালের প্রত্যেকটি বিভাগ পরিদর্শন করেন এবং সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন।হাসপাতালের সার্বিক বিষয় এবং চিকিৎসা সেবার প্রশংসা করেন। এদিকে হাসপাতাল পরিদর্শনকালে কর্মস্থলে ওইদিন উপস্থিত না থাকায় ২ জন মেডিকেল অফিসারকে শোকজ করেন তিনি।এছাড়া হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খাবার নিন্মমানের হওয়ায় ঠিকাদারকেও শোকজ করেন সিভিল সার্জন।


এই বিভাগের আরও খবর