কচুয়া উপজেলার শুয়ারুল গ্রামে ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পথচারী চলাচল করতে পারলেও, বন্ধ রয়েছে যান চলাচল। চরম ভূগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষের। এ ব্রীজ নিয়ে পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশের পর ব্রীজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইবনে আল জায়েদ হোসেন বরিবার ঝুকিপূর্ণ এ ব্রীজ পরিদর্শন করেন। শুয়ারুল বাজার থেকে আটোমোড় সড়কে খিড়াই নদীর উপর এ ঝুকিপূর্ণ ব্রীজ। যানবাহন চলাচল ও লোকজন পাড়াপাড়ের দিক থেকে এ ব্রীজটি খুবই গুরুত্বপূর্ণ।
ইউএনও’র ব্রীজ পরিদর্শন কালে উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি প্রাণকৃষ্ণ, উপজেলা যুবলীগের ত্রান সম্পাদক নিমাই সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।