শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

চাঁদপুরে বিভিন্ন বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উপহার নতুন বছ‌রের প্রথম দি‌নে বই‌ পেয়ে খুশি শিক্ষার্থীরা …….. আবু নঈম পাটওয়ারী দুলাল

reporter / ১৮৩ ভিউ
আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

 

বিশেষ প্রতিনিধিঃ প্রাথ‌মিক ও উচ্চ বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষের প্রথম বছরের প্রথম দিন গতকাল ১ জানুয়া‌রি শ‌নিবার সকাল ১০ টায় চাঁদপুর শহরের আ‌জিমিয়া সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়, আক্কাছ আলী ‌রেলও‌য়ে সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয় ও আক্কাছ আলী রেলও‌য়ে একাডেমিতে শিক্ষার্থী‌দের মা‌ঝে নতুন বই‌ তু‌লে দি‌য়ে বই বিতরণ ক‌রেন বিদ‌্যালয় ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি ও জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় তি‌নি শিক্ষার্থী‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন,
বিনামূ‌ল্যে কোন দেশ বই বিতরণ ক‌রে এ ন‌জির নেই। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উপহার নতুন বছ‌রের প্রথম দি‌নে বই‌ পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাই নিয়মিত বিদ্যালয়ের ক্লাসে আস‌বে, ভালভাবে পড়ালেখা কর‌বে। পড়ালেখার পাশাপাশি শরীর সুস্থ রাখ‌তে খেলাধুলাও কর‌বে। ক‌রোনাকা‌লে প্রতি‌দিন স্কু‌লে আস‌তে মাস্ক অবশ‌্যই প‌রিধান কর‌বে, এ বিষ‌য়ে প্রত্যেক অ‌বিভাবক নিজ নিজ সন্তা‌নের প্রতি নজর রাখ‌বে। বিদ্যালয়ে ও বাসায় গি‌য়ে প্রথ‌মে হাত, মুখ ভালভা‌বে সাবান দি‌য়ে ধু‌য়ে তারপর সকল কাজ কর‌বে।

স্বক্ত‌ব‌্য রা‌খেন আক্কাছ আলী রেলও‌য়ে হাই স্কু‌লের প্রধান শিক্ষক মোঃ গোফরান হো‌সেন, আ‌জি‌মিয়া সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক র‌ফিকুল ইসলাম ও আক্কাছ আলী ‌রেলও‌য়ে সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়ের প্রধান‌ শিক্ষক রু‌বিনা রহমান।

এসময় সদর উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, সহকা‌রি শিক্ষক আবুল কাশেম মিয়াজীর প‌রিচালনায় উপ‌স্থিত ছি‌লেন, সহকা‌রি শিক্ষক ফ‌রিদ আহ‌মেদ পাটওয়ারী, ম‌রিয়ম বেগম, মোঃ আবুল কা‌শেম, তান‌য়িা জেস‌মিন, বদরু‌ন্নেচ্ছা বিথী, মোঃ শাহাদাৎ হো‌সেন, শিউলী রানী আচার্যী, মোঃ ইমরান হোসাইন, সায়মা আহ‌মেদ চৌধুরী, মোঃ জা‌কির হো‌সেন গাজী।
আ‌জি‌মিয়া সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়ের পি‌টিআই ক‌মি‌টির সহ সভাপ‌তি আতাউর রহমান পাটওয়ারী, সহকা‌রি শিক্ষক মাহবুবা সুলতানা, না‌র্গিস বেগম, অর্পণা বিশ্বাস, শাহনাজ পারভীন, আছমা আক্তার, মুহাম্মদ আ‌নোয়ার হোসাইন. আ‌বিদা সুলতানা কেয়া, না‌ছির আজম।
আক্কাছ আলী ‌রেলও‌য়ে সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক কা‌নিজ ফা‌তেমা, ইয়াছ‌মিন সাঈদ সীমা , সা‌হেলা সুলতানা, রন‌জিৎ কুমার চক্রবর্তী, ইয়াছ‌মিন সুলতানা, শি‌রিন সুলতানা, লায়লা বিল‌কিস, রো‌জিনা হা‌বিব,সোহরাব হো‌সেন, রেশমা, আফরুজা সুলতানা, ম‌রিয়ম আক্তার, মিজানুর রহমান উপ‌স্থিত ছি‌লেন।

১ জানুয়া‌রি বিদ‌্যালয় ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি আবু নঈম দুলাল পাটওয়ারীর জন্ম‌দিন উপল‌ক্ষে বই বিতরণ শে‌ষে আ‌জি‌মিয়া সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়ের উ‌দ্যো‌গে শিক্ষক ও শিক্ষার্থীরা কেক কে‌টে ও ফু‌লেল শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে জন্ম‌দিন উদযাপন ক‌রেন। জন্ম‌দিন উপ‌ল‌ক্ষে প্রত্যেক বিদ‌্যালয় পক্ষ থে‌কে শিক্ষক ও শিক্ষার্থীরা ফু‌লেল শু‌ভেচ্ছা জানা‌ন।


এই বিভাগের আরও খবর