আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মেঘনা নদীতে মাছ ধরা
আরিফুল ইসলাম শান্তঃ
নদীতে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ২৮ অক্টোবর। আজ রাত ১২ টা থেকে মাছ ধরা শুরু হচ্ছে। জেলেরা নতুন উদ্দ্যোমে নদীতে মাছ ধরার জন্য ইতো মধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মৎস্য আড়ৎ গুলোতে আবার প্রাণচাঞ্চল্য ফিরে পাবে। জেলেরা আশা করছে নদীতে অভিযান শেষে প্রচুর পরিমান ইলিশ পাবে।
এবছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মেঘনায়সহ ১০০ কিঃমি নতীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার এসময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুদ ও ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করায় চাঁদপুর জেলার প্রায় ৪ হাজার জেলে বেকার হয়ে পড়ে।
নিষেধাজ্ঞার২২ দিন পর অবশেষে আজ মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেরা নদীতে যাওয়ার জন্য জাল নৌকাসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতিমধ্যে ইলিশ ধরার জাল সেলাই করা থেকে শুরু করে নৌকার ভাঙা অংশ মেরামত ও ইঞ্জিনসহ সকল কিছু ঠিক ঠাক করে নিয়েছেন জেলেরা।
মেঘনা পাড়ের জেলেদের ব্যস্ততা চোখে পড়ার মতো। নদীর কূল ঘেষে বাঁধের পাশে রাখা হয়েছে সারি সারি নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার। কেউ পুরনো জালকে নতুন করে রিপু করছে কেউবা নতুন জাল বুনতে ব্যস্ত সময় পার করেছে আবার কেউ নৌকা-ট্রলার মেরামত করছে। কেউ নৌ-যানের নিচের অংশে পুডিং ও আলকাতরা দিযে মেরামত করেছেন । নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে কাঙ্খিত ইলিশ ধরা পড়লে বিগত দিনের যে ধার-দেনা হয়েছে তা পুষিয়ে নিতে পারবেন বলে জানান জেলেরা।
বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তাগন জানান, অভিযান চলাকালে জেলেদের জন্য বিশেষ ভিজিএফ এর বরাদ্ধকৃত চাল দ্রুততার সাথে দেয়া হয়েছে। ২২ দিনের মা ইলিশ রক্ষার অভিযান তাদের সফল হয়েছে। এতে করে তাদের লক্ষমাত্র অর্জন হবে। তাঁরা আশা করছেন জেলেদের জালে প্রচুর পরিমান ইলিশ ধরা পড়বে।