শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

reporter / ৩১৯ ভিউ
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

দেওয়ান মুরাদুজ্জামানঃ গত (১৮ জানুয়ারী) শনিবার সন্ধ্যায়  মতলব উত্তর থানার পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে ২০টি মামলার আসামী মাদক সম্রাট রাসেলসহ ২ আসামী গ্রেফতার করা হয়েছে।
 গ্রেফতারকৃত অপর আসামী হলেন ২ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মোসাঃ শামসুন নাহার (৩০)।
চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় মতলব উত্তর থানা অফিসার ইন চার্জ মোঃ রবিউল হকের তত্ত্বাবধানে মতলব উত্তর থানায় কর্মরত এসআই জাফর আহমেদ ফোর্সসহ অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী মোঃ রাসেল মিয়া (৪০), পিতা- হামিদ আলী,মাতা- মাফিয়া, সাং গালিম খাঁ অজি বাড়ি।
মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী বিশেষ অভিযান পরিচালনা করে চুরি, ডাকাতি, দস্যূতা ও মাদকসহ ২০টি মামলার এজাহারভূক্ত আসামী কুখ্যাত মাদক সম্রাট মোঃ রাসেল মিয়া (৪০)’কে ৫ বছরের জিআর সাজা পরোয়ানামূলে ও ০২ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত সিআর সাজাপ্রাপ্ত আসামী মোসাঃ শামসুন নাহার (৩০) কে সহ মোট ২ (দুই) জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার।
মতলব উত্তর থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ জাফর আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  ০৫ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মোঃ  রাসেল মিয়া (৪০), পিতা-হামিদ আলী অজি, মাতা-মাফিয়া, সাং-গালিম খা (অজি বাড়ী) এবং মোসাঃ শামসুন নাহার (৩০), পিতা-মোঃ শাহজালাল দেওয়ান, সাং রাঢ়ীকান্দিকে তাদের বসতবাড়ি থেকে গ্রেফতার করেন। মাদক সম্রাট ও সম্রাজী নামে খ্যাত এই কুচক্রী মহলটি মাদক চোরাচালান, বিভিন্ন অবৈধ ও অসামাজিক কাজে লিপ্ত ছিল। গ্রেফতারকৃত সাজা পরোয়ানাভুক্ত আসামীদ্বয়কে  প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা  হয়েছে।


এই বিভাগের আরও খবর