শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা

reporter / ৩৮৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগে মোবাইল কোর্টে অর্থ জরিমানা করা হয়েছে। শাহরাস্তি উপজেলার বিভিন্ন ফসলি মাটের কৃষি জমির মাঠে গিলে খাচ্ছে ব্রিক ফিল্ডে, উর্বর মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক মাঠে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে তা এলাকাস্থ এএসএসবি ব্রিক ফিল্ডে বিক্রয় করার অপরাধে ১টি ট্রাক্টর ও ২টি আইসার ট্রাকের মালিককে জরিমানা করা হয়। ট্রাক্টরের মালিক  রফিক উল্লাহ (৫৮), পিতা-মৃত. মোসলে উদ্দিন গ্রাম-শোরসাক,শাহরাস্তি,চাঁদপুর, আইসার ট্রাকের মালিকদ্বয় হলেন, মানিক মিয়া, পিতা-গনি মিয়া,শেরসাক,শাহরাস্তি চাঁদপুর এবং আনোয়ার হোসেন, পিতা-আবদুল সাত্তার, গ্রাম-পানিওয়ালা, চাটখিল,লক্ষ্মীপুর তাদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আমজাদ হোসেন। তিনি ট্রাক্টর ও আইসার ট্রাক ২টি মাটিসহ উপজেলা সত্বরে নিয়ে আসেন। এসময় শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ উক্ত জরিমানা রায় ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষিজমির উর্বর মাটি বিক্রি ও পরিবহন করা আইনত দন্ডনীয় অপরাধ। আমরা কৃষি জমির উর্বর মাটি কেটে তা বিক্রি করতে দিবনা। কেউ অবৈধভাবে কৃষি জমির উর্বরমাটি কেটে  বিক্রি করলে এবং কেউ পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরও খবর