শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

হলুদ তরমুজ চাষে সফল মতলব উত্তরে কৃষক সোহেল সরকার

reporter / ২৬৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
হলুদ তরমুজ চাষ করে সফল হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষক সোহেল সরকার।  তার এ তরমুজ ক্ষেত দেখলে চোখ জুড়িয়ে যায়। দেখতে যেমন সুন্দর আর খেতেও রসালো ও সুস্বাদু । বিক্রি করে লাভের স্বপ্ন দেখছেন তিনি। উপজেলার টরকী গ্রামের মাঠে সোহেল সরকারের ক্ষেতে গিয়ে দেখা যায়, সবুজ কচি লতাপাতার মাঝে ঝুলছে হলুদ রঙের তরমুজ। ছোট-বড় তরমুজে নুয়ে পড়েছে মাচা। দেখতে যেন হলুদের সমারহ। এই উপজেলায় প্রথম মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করছেন তিনি । তাই এ তরমুজ চাষ দেখতে ভিড় করছেন এলাকাবাসী।
সোহেল সরকার সৌদি আরব প্রবাস ছিলেন। তিনি বলেন, ইউটিউব দেখে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে হলূদ তরমুজের চাষে আগ্রহ হয়েছি। এ বছর তিনি ২০ শতাংশ নিজের জমিতে তরমুজ চাষ করছি।বগুরা থেকে ৭শ  চারা এনে রোপন করি। কিছু চারা মারা গেছে। বর্তমানে ৫শর মত চারা আছে। রোপনের ১ মাসের মধ্যে ফলন আসে। আর খাওয়া বা বিক্রির সময় ৬০/৬৫ দিনের মতো। এ পর্যন্ত খরচ হয়েছে ৬৫ হাজার টাকা। আর পনের-বিশ দিনের মধ্যে বিক্রির উপযোগী হবে। গাছে তরমুজ আছে প্রায় ১ হাজার।১শত ৫০ টাকা করে বিক্রি করলে দাম আসবে দেড় লাখের মতো। আশা করা যায় সব খরচ বাদ দিয়ে ৬০/৭০ টাকা লাভ হবে। তাই গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছি।লাভবান হলে আগামী বছর আরো বেশি চাষ করবো। তিনি আরও জানান, তরমুজ চাষ শুরু থেকেই তাকে পরামর্শ ও সহযোগিতা করে আসছেন উপজেলা কৃষি বিভাগ।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান,চাষি সোহেল সরকার এ এলাকায় প্রথম হলুদ তরমুজ আবাদ শুরু করেন। তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগীতা শুরু থেকে করা হয়েছে। আরো কেউ যদি করতে চায় আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো।


এই বিভাগের আরও খবর