মতলব দক্ষিণ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর ছাত্রলীগ।
২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে মতলব সরকারি ডিগ্রি কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির ও মতলব লীগ নেতা নূর মোহাম্মদ তামিম। পরে দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় রিক্সা স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা খালেকুজ্জামান সাব্বির, মতলব পৌর ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ তামিম, দেওয়ান মোহাম্মদ কাউছার।
এ সময় ছাত্রলীগ নেতারা বলেন, চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভূমি অধিগ্রহণে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিগত 13 বছরে ডাক্তার দীপু মনি এমপির কোন নির্বাচনী এলাকায় বহু সরকারি স্থাপনা নির্মিত হয়েছে এবং এসব স্থাপনা জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। চাঁদপুরে কোন অধিগ্রহণকৃত জমিতে কোথাও কখনো ডাঃ দীপু মনি বা তার পরিবারের কোন জমি কখনো ছিল না। ‘শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি এমপিকে জড়িয়ে যেসব অভিযোগ উঠেছে তা প্রত্যাহারের দাবি জানান ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা ছাত্রলীগের তানজির পাভেল, জুনায়েদ শুভ, আদনান হুমায়ুন, রনি মাহমুদ, সুমন প্রমূখ সহ, পৌরসভা ও উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।