চাঁদপুরে হরতালের সমর্থনে মিছিল শেষে পিকেটিং এর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ। এসময় ২ ছাত্রদল নেতাকে আটক করা হয়।
রোববার বিকেলে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই সেলিম উল্লাহ ও সংঙ্গীয় সদস্যরা তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেনঃ সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ছাত্রদল নেতা সাকিব ও রবিউল।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে হরতালের সমর্থনে মিছিল শেষে পিকেটিং এর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ। এসময় ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব ও রবিউলকে আটক করা হয়। তারা কিছু অটোরিক্সা ভাংচুর করার চেষ্টা করে এবং একজন অটো রিক্সা চালকে মারধর করে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। এদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।