মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিজ দল তথা আওয়ামী লীগের বিজিত প্রার্থীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এমন পরাজয়ে তিনি পাল্টা অভিযুক্ত করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং বিজিত প্রার্থীদের। সংবাদ সম্মেলনে দেয়া তাদের বক্তব্যকে প্রত্যাখ্যান করে নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্যে অন্যের উপর দোষ চাপানোর অপচেষ্টা উল্লেখ করে চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান বলেন, এটি উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপপ্রয়াস। তিনি স্থানীয় সংসদ সদস্য এবং বিজিত প্রার্থীদের প্রতি পাল্টা প্রশ্ন রেখে বলেন, এমপি শফিকুর রহমান সাহেবের নিজ ইউনিয়ন এমনকি নিজ কেন্দ্রে নৌকার যে শোচনীয় পরাজয় ঘটেছে তার দায়ভার কে নেবে?
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ১৬ জানুয়ারি রোববার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বিজিত ১০জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৮জন উপস্থিত ছিলেন। সেখানে বিজিত চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা উত্তর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ফারুকী। তিনি ১০ ইউনিয়নে আওয়ামী লীগ তথা নৌকার প্রার্থীদের পরাজয়ের জন্যে জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সাবেক এমপি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানের উপর দায় চাপিয়ে বলেন, নৌকার বিরুদ্ধে তাদের অবস্থান এবং নৌকাকে পরাজিত করার জন্যে তাদের ঘৃণ্য ষড়যন্ত্রের কারণে নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছে। শুধু তাই নয়, প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান ভয়ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দলীয় কর্মীদের এলাকা ছাড়িয়েছে। এক কথায় ফরিদগঞ্জে নৌকাকে পরাজিত করতে প্রশাসন ও আওয়ামী লীগ নেতারা একাট্টা হয়েছে।