বিল্লাল মাসুমঃ
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী সাবেক দুই বারের মেম্বার বোরহান উদ্দিন মোল্লার মোরগ মার্কা ভোট চেয়ে গনসংযোগ ও শোডাউন করা হয়েছে দূর্গাপুর ফুলকলি কিন্ডার গার্ডেন থেকে শুরু হয়ে বিতারা উওর বিতারা পূর্ব জলা বিতারা হয়ে দূর্গাপুর ফুলকলি কিন্ডারগার্টেন এসে শেষ হয় এসময় উপস্থিত ছিলেন
,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোলেমান মিয়া, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ইন্জিয়ার মালেক প্রধান ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রিয়াজ হোসেন, সাইফুল ইসলাম, মহিন সহ স্থানীয় এলাকাবাসী।