শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

গণমানুষের প্রত্যাশা ফুটিয়ে তুলছে কালবেলা – পুলিশ সুপার সাইফুল ইসলাম

reporter / ১২৬ ভিউ
আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, গণমানুষের প্রত্যাশা লেখনী এবং ভিডিও প্রতিবেদনের মাধ্যমে ফুটিয়ে তুলে ইতিমধ্যেই দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে রূপ নিয়েছে কালবেলা। ভবিষ্যতেও কালবেলা যেনো দেশের মানুষের কথা বলে সবসময় এই প্রত্যাশাই রাখছি।

১৬ অক্টোবর সোমবার দুপুরে শহরের এই চাইনিজ রেষ্টুরেন্টের হলরুমে নবরূপে কালবেলা প্রকাশনার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, কালবেলার যিনি জেলা প্রতিনিধি এখানে রয়েছেন তিনিও অত্যান্ত দক্ষ ও মেধাবী সাংবাদিক। তিনিসহ তার উপজেলা প্রতিনিধি অতীতের মতো সামনেও সততা বজায় রেখে নিজেদের লেখনীর মাধ্যমে কালবেলাকে এগিয়ে নিবেন প্রত্যাশা রাখছি। কালবেলা যাতে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে এই প্রত্যাশায় আমি কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করছি।

দৈনিক কালবেলার চাঁদপুরের জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী,চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা বাসদ এর সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সহসভাপতি মুনওয়ার কানন, ব্যবসায়ী ও সমাজসেবক মাইনুল ইসলাম মমিন, চাঁদপুর সাংবাদিক সংস্থার সভাপতি শ্যামল সরকার, জেলা অনলাইন ফোরামের সভাপতি মোঃ বিপ্লব সরকার, বিজয়ী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইসলামসহ অন্যান্যরা।

এসময় আরও বক্তব্য রাখেন দৈনিক জনতার চাঁদপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, এনটিভি’র জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, এসএটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন আহমেদ, কালবেলার চাঁদপুরের কচুয়া প্রতিনিধি মানিক ভৌমিক, শাহরাস্তি প্রতিনিধি স্বপন কর্মকার, ফরিদগঞ্জ প্রতিনিধি আবদুল কাদের, মতলব দক্ষিণ প্রতিনিধি চয়ন ঘোষ, দৈনিক চাঁদপুর সময় এর বার্তা সম্পাদক এস আর শাহ আলম, দৈনিক আদি বাংলার যুগ্ম বার্তা সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর হোসেন রাজু প্রমূখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছেন পুলিশ সুপার। পরে সকলকে সাথে নিয়ে তিনি কেক কাটায় অংশ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটিয়েছেন।


এই বিভাগের আরও খবর