জাহিদুল ইসলাম ফাহিমঃ
চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ এবং হাইমচরের ২৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টিতে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের নৌকা, ১৩টিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এবং ৭টি ইউনিয়নে বিএনপি তথা স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আবার নৌকার একজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন আগেই।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কচুয়ার ১২টি ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকা এবং ৭টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় নির্বাচিতদের মধ্যে সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
ফরিদগঞ্জের ১৩টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে বিএনপি নেতা ৬ জন, আওয়ামী লীগ বিদ্রোহী ৪ জন এবং নৌকার প্রার্থী ৩ জন নির্বাচিত হয়েছেন।
হাইমচরের ৪টি ইউনিয়নের মধ্যে ১টিতে নৌকা এবং ২টিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং ১টি ইউনিয়নে বিএনপি তথা স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন : কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে মনির হোসেন (ঘোড়া ) পাথৈর ইউনিয়নে আলী আক্কাস মোল্লা (আনারস), বিতারা ইউনিয়নে ইসহাক সিকদার (ঘোড়া), পালাখাল মডেল ইউনিয়নে হাবিব মজুমদার জয় (ঘোড়া),পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আলমগীর হোসেন (নৌকা), উত্তর কচুয়া ইউনিয়নে এমএ আখতার হোসাইন (নৌকা), সদর দক্ষিণ ইউনিয়নে আরিফুজ্জামান আরিফ (চশমা), কাদলা ইউনিয়নে নুরে-ই-আলম রিহাত (আনারস), কড়ইয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (নৌকা) আব্দুস সালাম সওদাগর, গোহট উত্তর ইউনিয়নে কবির হোসেন (নৌকা), গোহট দক্ষিণ ইউনিয়নে আমির হোসেন (নৌকা), আশরাফপুর ইউনিয়নে রেজাউল মাওলা হেলাল (ঘোড়া)।
হাইমচরের ২নং আলগী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান পাটোয়ারী, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নে সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সরদার আব্দুল জলিল, ৪নং নীলকমল ইউনিয়নে আনারস প্রতীকে সাবেক যুবলীগ সদস্য স্বতন্ত্র প্রার্থী সউদ আল নাছের, ৫নং হাইমচর ইউনিয়নে নৌকা প্রতীকে জুলফিকার আলী জুলহাস সরকার নির্বাচিত হয়েছেন।
ফরিদগঞ্জে উপজেলার নির্বাচিত চেয়ারম্যানরা হলেন : ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে (আনারস) মো. জসিম উদ্দিন মিয়াজী স্বপন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে (আনারস) মো. হারুন-অর-রশীদ, ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নে (চশমা) মো. বেলায়েত হোসেন, ৪নং সুবিদপুর ইউনিয়নে (আনারস) মো. মহসীন হোসেন, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে (চশমা) মো. শাহজাহান পাটোয়ারী, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে (আনারস) মো. বুলবুল আহমেদ, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে (মটর সাইকেল) আবু তাহের (আবু পাটোয়ারী), ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে (চশমা) শেখ মো. শাহ আলম, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে (নৌকা) মো. আলাউদ্দিন ভূঁইয়া, ১১নং চরদু:খিয়া পূর্ব ইউনিয়নে (নৌকা) মাহমুদুল হাসান মিরাজ, ১২নং চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নে (আনারস) শাহজাহান মাষ্টার, ১৫নং রূপসা উত্তর ইউনিয়নে (মোটর সাইকেল) কাউছার-উল-আলম কামরুল, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নে (নৌকা) মো. শরীফ হোসেন খান।