নিজস্ব প্রতিবেদকঃ
হিন্দু সম্প্রদায়ের বিদ্যা দেবী সরস্বতী পূজার বাকি আর মাত্র ৫ দিন। আগামী ৫ ফেব্রুয়ারী শনিবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। চাঁদপুরে মন্দির গুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
তবে বিশ্বব্যাপী করোনা ও ওমিক্রন ভাইরাস বৃদ্ধি পাওয়ায় এবছর চাঁদপুরে পূজার আনন্দ শোভা যাত্রা না করার জন্য নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ।
কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশে পূজা প্যান্ডেল গুলোতে সীমিত আকারে ভক্তের সমাগম করতে নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ।
কেন্দ্রের নির্দেশ পূজা মন্ডপ গুলোতে শত জনের বেশি ভক্তের সমাগম যেন না করা হয়। সেই লক্ষ্যে চাঁদপুর শহরে সরস্বতী পূজার আয়োজকরা পূজাচর্না পালনের সিদ্ধান্ত নিয়ে প্যান্ডল প্রস্তুতের কাজ করে যাচ্ছে।
সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিকতার ছোঁয়ায় করা হচ্ছে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে আগে শিক্ষার্থীরা বাড়ীতে বাড়ীতে সরস্বতী পূজা করত। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল। পরবর্তীতে শহরে ধনাঢ্য ব্যক্তিরা সরস্বতী পূজা শুরু করে।
পূজা উপলক্ষে চাঁদপুর শহরের ৩টি মন্দির ছোট বড় মিলিয়ে ২ হাজারের বেশি প্রতিমা তৈরি করা হয়েছে। এখন চলছে শেষ পর্যায়ে কাজ। এসব প্রতিমা ভক্তদের কাছে বিক্রি হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, বৈশ্বিক মহামারীর কারণে এবছর সীমিত আকারে পূজা উদযাপন করা হবে। ভক্তদেরকে স্বাস্হবিধি মেনে মন্দির গুলোতে আসার নির্দেশ দেয়া হয়েছে।