নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গণে সুপরিচিত মুখ নাট্যাভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক
মোঃ মোবারক হোসেন শিকদার দীর্ঘকাল ধরে নাট্যচর্চা করে আসছেন। তিনি শৈশব থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। ১৯৮৭ সালে চাঁদপুর রেলওয়ে ক্লাব মঞ্চে একক অভিনয় দিয়ে নাট্যজগতে পথচলা শুরু। এরপর চাঁদপুর থিয়েটারের সাথে যুক্ত হয়ে ১৯৯২ সালে চাঁদপুর টাউন হল মঞ্চে সালাম সাকলাইন রচিত `চোর` নাটকে অভিনয় করেন। চাঁদপুর থিয়েটারে সংগঠনটি বিলুপ্ত হওয়া পর্যন্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য ভুক্ত নাট্য সংগঠন অনন্যা নাট্য গোষ্ঠীর সাথে সম্পৃক্ত থেকে নিয়মিত নাট্যচর্চা করছেন মোবারক শিকদার।
নাট্যভিনেতা মোবারক শিকদার চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলার মঞ্চে ইদানিং তিনি ভদ্রলোক, চোর, কুঞ্জুস, পায়ের আওয়াজ পাওয়া যায়, ১৯৭১, ঘর জামাই, ইংগীত নাটকে অভিনয় করেছেন। এছাড়াও দেশের জনপ্রিয় টিভি চ্যানেল চ্যানেল আইতে `সেঞ্চুরি আকাশ ছোঁয়া` নাটকে অভিনয় করেন।
সাংস্কৃতিক ও নাট্য চর্চার সাথে সাথে মোবারক সিকাদর সমাজের বিভিন্ন সমাজ উন্নয়নমুলক কাজের সাথেও জরিত রয়েছেন।
পরবর্তীতে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাথে ২০০৩ সালে যুক্ত হন। এ বিষয়ে মোবারক শিকদার বলেন, জাসাসে যুক্ত হওয়ার পর ১৯৯৮ সালের কমিটি ২০০৩ সালে পূর্ণাঙ্গ কমিটি গঠন হলে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ২০২১ সালে সারা বাংলাদেশের সাথে চাঁদপুর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বর্তমানে যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক চিত্র নায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের নেতৃত্বে চাঁদপুর জেলা জাসাসের সক্রীয় কর্মী এখনো কাজ করে যাচ্ছি।