আব্দুল মান্নান খানঃ
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে মতলবের তিনজন পুরস্কৃত হলেন। তাঁরা হলেন সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোঃ ইয়াসির আরাফাত,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,এস আই হাবিবুর রহমান। গতকাল সোমবার বেলা এগারোটায় চাঁদপুর পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভায় মাসিক বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখায় চাঁদপুর জেলার বিভিন্ন থানার কর্মরত পুলিশ কনস্টেবল ও পুলিশ অফিসারদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম ( বার), অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।এসময় বিভিন্ন থানার এএসপি সার্কেলবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,গত ডিসেম্বর মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার, মামলা নিষ্পত্তি কার্যক্রমে ভূমিকা রাখায় চাঁদপুর জেলার মধ্যে মতলবের এ তিন পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হন।