মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
চাঁদপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর চির বিদায় নিয়েছেন।
৬ জানুয়ারী রবিবার বিকাল ৩.০০ ঘটিকায় তিনি ফরিদগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডে উত্তর কাছিয়াড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
আওয়ামীলীগের নিবেদিত নেতা আবুল কাশেম কন্ট্রাক্টর দির্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৬৫ বছর। আবুল কাশেম কন্ট্রাকটরের মৃত্যুতে উপজেলার বিভিন্ন মহল শোক জানিয়েছে। ১ ছেলে ২ মেয়ে ও স্ত্রীসহ বহু আত্মিয় স্বজন রেখে গেছেন।
জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক আবুল কাশেম কন্ট্রাক্টরের মৃত্যু তে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।