নিজস্ব প্রতিবেদকঃ
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা পরিষদ প্রাঙ্গনে চাঁদপুর জেলার মুক্তিযােদ্ধাদের সংবর্ধনা, আলােচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্থানীয় সরকার বিভাগ ও মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশনায় এবং চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশে পদ্মা সেতু, স্বাস্থ্যখাতে উন্নত সেবা, গৃহহীনদের জন্য ২ শতক জমি, রাস্তা-ঘাটসহ সকল উন্নয়ন আজ দৃশ্যমান। আর এই উন্নয়নের সুযোগে কেউ কেউ দূর্নিতি করার পরিকল্পনা করছে। তাদেরকে প্রতিহত করতে হবে। ভাল কাজের সাথে সকলকে থাকতে হবে। আমাদের যার যার কাজ সঠিকভাবে পালন করতে হবে। তাহলে সমাজের প্রতিটি সেক্টরের উন্নয়ন হবে।
সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারীর সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযােদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম।
প্রধান আলােচকের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মােহাম্মদ মিজানুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতী।
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহাম্মদ রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, বিএলএফ কমান্ডার মুক্তিযোদ্ধা মো. হানিফ পাটওয়ারী, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, সাবেক ডেপুটি কমান্ডার মহসীন পাঠান, মুক্তিযোদ্ধা অজিত সাহা, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ফরিদগঞ্জ উপজেলা কমান্ডার শহীদুল্লাহ তপাদার, কচুয়া উপজেলা ডেপুটি কমান্ডার জাবের মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সদর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতী। গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা সাধন সরকার।