নির্মমভাবে খুন হওয়া রিকশাচালক দুলালের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর জেলা প্রশাসন। ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ চাঁদপুর পৌরসভানিবাসী অটোরিকশাচালক দুলাল-কে নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা। মৃত্যুকালে দুলাল এক স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
গত ১৬ অক্টোবর তারিখে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন দুলালের স্ত্রী কোহিনুর বেগম-কে একজোড়া গবাদিপশু উপহার প্রদান করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান নিহত দুলালের স্ত্রী কে কোহিনুর বেগমকে উক্ত উপহার প্রদান করেন।
এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।