শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

ফরিদগঞ্জ  উপজেলায় নির্বাচনী সহিংসতায়  আহত ২০

reporter / ১৫৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারীঃ
ফরিদগঞ্জ  উপজেলার ইউপি নির্বাচনী সহিংসতায় প্রায় ২০ জন গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৫ জানুয়ারি বুধবার  দুপুরে চাঁদপুরের  ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রে ও  বিভিন্ন ওয়ার্ডে সহিংসতার  ঘটনা ঘটে।
আহতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার সেলিম মজুমদার (৩৯), নজরুল ইসলাম (৩৫), শিপন আহমেদ (২২), লিমা আক্তার (২৩), বাদল সরকার (৫০), রেহানা ইয়াসমিন (৪৪),  হেলাল মুন্সি (৫৫), আব্দুল মালেক (৪৫), নাসরিন আক্তার (২৫), শাহাদাত (১৬), মিজানুর রহমান (৪০), আনোয়ার হোসেন (৪০), সুমন (৩৫), আরিফ ভূঁইয়া (২৭) মনির হোসেন ভূঁইয়া (৩৫), গুলিবিদ্ধ সোহেল (৩৩), ও আলম (৩১) সহ আরো অনেকে কম বেশি আহত হয়েছেন।
এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও বাকীরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে চলে গেছে।
জানা যায়, ৫ জানুয়ারি বুধবার  সকাল আটটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পঞ্চম ধাপের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে  চাঁদপুরের ফরিদগঞ্জ,  উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রে গুলোতে দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এসময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে  ওই সময় প্রার্থীদের কর্মী-সমর্থকদের পাল্টাপাল্টি হামলা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে প্রায় অর্ধশত লোক কম বেশি আহত হন।
আহতদের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ জন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিলেও অনেকে স্থানীয় এলাকায় ও বিভিন্ন জায়গায় প্রাইভেটভাবে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন বলেও খবর পাওয়া গেছে।


এই বিভাগের আরও খবর