শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

নাটক আমাদের ঐতিহ্যের অংশ ...অ্যাডভোকেট জাহিদুর রহমান রোমান

বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

reporter / ৯৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষে সপ্তম দিনে আন্তর্জাতিক নাট্যোৎসবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৭অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতিসন্তান ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুর রহমান রোমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর বর্ণচোরো নাট্যোগোষ্ঠীর ৫০বছর পথ চলা। এ সংগঠনকে ৫০বছর টিকিয়ে রাখা খুবই কঠিন কাজ ছিল। যখন এ সংগঠনটি প্রতিষ্ঠা হয়, তখন চাঁদপুর একটি মহকুমা ছিল। তখনকার সময় এপার ওপার বাংলার নাটক মঞ্চস্থ করা হতে। আমার অনেক মঞ্চ নাটকের স্মৃতি আছে। চাঁদপুরের টাউন হল এক সময় মানুষে পরিপূর্ন হয়ে যেত মঞ্চ নাটক দেখতে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে সংগ্রামে, ভাষা আন্দোলনে মঞ্চনাটক বিরাট ভূমিকা রেখেছে। এরপর আমরা টিভি নাটকে চলে এসেছি। তখনকার সময় আমাদের আগে কোথাও কেউ নেই, সকাল সন্ধ্যা শিরোনামে অনেক মজাদার নাটক ছিল। আমরা যখন ঈদ করতে গ্রামের বাড়িতে যেতাম, তখন ইদের নাটক দেখতে পারতাম না। বর্তমানে নাটকের জৌলুস কমে গেছে।

তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশের সাংস্কৃতিতে নাটকের অনেক কদর আছে। মুনির চৌধুরীর কবর নাটকটি লিখেছেন কারাগারে বসে। নাটকের তখন বিরাট প্লাটফর্ম ছিল। ৫০বছর বর্ণচোরা নাট্য সংগঠন তাদের প্লাটফর্ম ধরে রেখেছে। আমি বর্নচোড়া সংগঠনের সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি দুইটা জায়গায় সময় দেই বেশি, রাজনীতি ও খেলাধূলায়। আমার কর্মকান্ড স্টেডিয়াম কেন্দ্রিক। নাটক আমাদের ঐতিহ্যের অংশ। আমরা ঘুরে ফিরে আবার মঞ্চ নাটকে আসব।

চাঁদপুর বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা শরীফ চৌধুরী পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকে বর্ণচোরা যে আয়োজন করেছে এটি একটি ভালো উদ্যোগ। ৫০বছর একটি সংগঠন টিকে থাকা বড় অজন । চাঁদপুরে শিল্পী তৈরিতে এ সংগঠন ভূমিকা অপরিসীম। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরী জাতীয় পর্যায় নাটক করেছেন, ওনি বেশ কয়টি টেলিভিশনে নাটক করেছেন। ১১দিন ব্যাপী আন্তজার্তিক নাট্যোৎসব চলছে। আশা করছি ১১দিন সফল ভাবে এ উৎসব সম্পন্ন হবে। শুকদেব রায় ও শরীফ ভাই এ সংগঠনটি এগিয়ে নিচ্ছে। এ সংগঠন চাঁদপুর এবং জাতীয় পযায়ে ব্যাপক পরিচিত পেয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গালাক্সী রিসোট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল সাহা, চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদ, বর্ণচোরা নাট্যোগোষ্ঠীর উপদেষ্টা ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলসহ অন্যান্যরা।

নাট্যোৎসব অনুষ্ঠানে বর্ণচোরা নাট্যগোষ্ঠী সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুর রহমান রোমান, অনুষ্ঠানের সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও বিশেষ অতিথি গালাক্সী রিসোট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান মনিরুল ইসলাম কে উৎসব স্মারক প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের শিল্পিগণ।

পরে ভারতের কোলকাতা গোবরডাঙ্গা নকসা পরিবেশনায় নাট্যকার আশিস দাসের নির্দেশনায় বিনোদিনী নাটক মঞ্চস্থ করা হয়।

ক্যাপসান: চাঁদপরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষে সপ্তম দিনে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুর রহমান রোমান ও অনুষ্ঠানের সভাপতি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ক্রেস্ট প্রদান করেন সংগঠনের শিল্পীগণ।


এই বিভাগের আরও খবর