মতলব উত্তর উপজেলা সংবাদদাতাঃ
প্রতিক বরাদ্দের পর মতলব উত্তরের গজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ১৪ নভেম্বর রোববার বিকেলে রাজুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাতে খাগকান্দা গ্ৰামে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী,শিক্ষা গুরু শহীদ উল্লাহ মাস্টারের সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী।
প্রধান বক্তা ছিলেন গজরা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ওটার চর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিক্ষা গুরু শহীদ উল্লাহ মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা ,যুগ্ম সাধারণ সম্পাদক, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান,দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী সাধারণ সম্পাদকএমএম সাইফুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী।
গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অলি উল্লাহ প্রধানের সভাপতিত্বে এবং বদরপূর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান মাষ্টারের সঞ্চালনায়
বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. প্রভাত চন্দ্র
ভৌমিক ৯ নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী রেহান উদ্দিন প্রধান, সদস্য পদে প্রার্থী হাসান ইমাম স্বপন,বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ ঢালী,বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক ঢালী,বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন বকাউল,বাবুর আলী মোল্লা প্রমুখ।
রাতে খাগকান্দা গ্ৰামের উঠান বৈঠকে শাহজালাল মাষ্টারের সভাপতিত্বে এবং মোখলেছুর রহমান জনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,মেজবাহ উদ্দিন প্রধান, মজিবুর রহমান সরকার, আবুল কাশেম সরকার, গোলাম মোর্শেদ প্রধান, জাহাঙ্গীর আলম প্রধান, মালুম ইসলাম প্রধান, তাজুল ইসলাম প্রধান, দুলাল হোসেন প্রধান প্রমূখ।