নিজস্ব প্রতিনিধি: মতলব উত্তর উপজেলার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি, স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সহ সম্পাদক, জনপ্রিয় অনলাইন চাঁদপুরের আলো’র নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন জাকির হোসেন বাদশা। তিনি দীর্ঘ ১৪ বছর মতলব উত্তরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন এবং মহামারি করোনার দুর্যোগকালীন সময়ে জীবন বাজি রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় ও মতলবের উন্নয়নের চিত্র তুলে ধরে নিরলসভাবে করেছেন। ফলে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এ সম্মাননা প্রদান করা হয়েছে।
জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কঁচি কাঁচা মেলা মিলনায়তনে ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টায় মহান বিজয়ের ৫০ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি একুশে পদক প্রাপ্ত, বরেণ্য অর্থনীতিবিদ, মতলবের গৌরব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ আসনের সংসদ আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথি মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক লায়ন মফিজুর রহমান খান বাবু, প্রধান আলোচক বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবি লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান, বিশেষ বক্তা দি ওয়ার্ল্ড লিভারস ফোরাম, ইন্টারন্যাশনাল গভর্নর ও সিনিয়র এ্যাডভোকেট ড. কুতুব উদ্দিন চৌধুরী, স্বাগত বক্তব্য দেন মতলব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারী। সভাপতিত্ব করেন বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনিনাল আইস লিটু প্রমূখ।