মতলব উত্তর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান চৌধুরী। ১১ মার্চ শুক্রবার সকালে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নিজ বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুরে মায়ার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মন্ত্রীপুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যত। তোমরাও একদিন বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হয়ে দেশের গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিবে। আমি অনুরোধ করি সবসময় দলের আর্দশ্য মেনে চলবা।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এ্যাড. সেলিম মিয়া, জহির রায়হান, নব গঠিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি
নূরে আলম পাটোয়ারী, হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা।