শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

সরকার বছরের প্রথম দিন তোমাদের কাছে নতুন বই পৌঁছে দিয়েছে ——জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ 

reporter / ১১৪ ভিউ
আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

 

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেছেন, সরকার বছরের প্রথম দিন তোমাদের কাছে নতুন বই পৌঁছে দিয়েছে। তোমরা অবশ্যই আজকে বইগুলো খুলে দেখবে এবং পড়বে। নতুন বই হাতে পেলে একটি অন্যরকম অনুভুতি আসে। যেটা তোমরা পাচ্ছ এবং তোমরা সৌভাগ্যবান। আমরা যখন বিদ্যালয়ে পড়েছি, তখন একসাথে সব বই পাইনি। কয়েকবার আমাদের বই দেয়া হত। আমরা তখন লাইব্রেরীতে গিয়ে বার বার বলে বই হাতে পেতাম এবং পড়তাম।

শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আগে এই বিদ্যালয়ে লিখিত পরীক্ষার মাধ্যমে ভাল ভাল ছেলেদের আপনারা ভর্তি করাতেন। এবছর লটারীর মাধ্যমে সব ধরণের ছেলেরা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আপনারা অব্যশই তাদের প্রতি যত্নবান হবেন এবং সবার প্রতি সমান দৃষ্টি রাখবেন। কারণ এই বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে।

বই বিতরণ উপলক্ষে গণমাধ্যমের উদ্দেশ্যে ডিসি বলেন, আজকে আমরা চাঁদপুরে বই বিতরণ উৎসব করিনি, তবে আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণীর এক তৃতীয়াংশের মধ্যে বই বিতরণ করেছি স্বাস্থবিধি মেনে। শিক্ষার্থী যারা এসেছে তারা দুরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে বসেছে। এদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থীকে বই দিয়েছি এবং পর্যায়ক্রমে বাকীদেরকেও বইগুলো দিয়ে দিব। তারা যাতে বছরের প্রথম দিন বই পায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর যে নির্দেশনা, সেটি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা ফেরদাউস আরা। সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক আ. আল মামুন।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমিনুল হক সরদার, আ. আজিজ শিশির, আ. মান্নান, মজিবুর রহমান ও হাফিজুর রহমান প্রমূখ।

সভাপতির বক্তব্য শেষে প্রধান অতিথি ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন।


এই বিভাগের আরও খবর