শাহপরান সৈকত:
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় চাঁদপুরগামী তেলের ভাউচার ও হাজীগঞ্জগামী একটি সিএনজিসহ মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে সৌরভ (২০) নামের এক যুবক নিহত হয় এবং এ ঘটনায় আরো দুই জন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো চাঁদপুর সদর উপজেলার কুমড়ারডুগী এলাকার নাইম ও মোবারক।
নিহত সৌরভ চাঁদপুর সদর উপজেলার কুমড়ারডুগী এলাকার বাসিন্দা।
সড়ক দুর্ঘটনায় পর কুমিল্লা – চাঁদপুর মহাসড়কে সাময়িক সময়ের জন্য যানচলাচল বন্ধ থাকে, খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং যানচলাচল স্বাভাবিক করে দেন।