নিজস্ব প্রতিবেদক চাঁদপুর:
পরিকল্পনা প্রতিমন্ত্রী, একুশে পদকপ্রাপ্ত, বরেন্য অর্থনীতিবিদ, অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঠাঁই নেই।কারন ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। তিনি বলেন সরকার শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিয়েছে। মাদ্রাসা শিক্ষা কে যুগোপযোগী করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
২ জানুয়ারি বিকেলে মতলব উত্তর উপজেলার বড় ঝিনাইয়া হাজী শাহজাহান মিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)গাজী শরিফুল হাসান, সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) আরাফাত হোসেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড মহসিন মিয়া মানিক, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ প্রমুখ।