নিজস্ব প্রতিবেদকঃ হাইমচরে নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে হামলা করেছে একদল দুর্বৃত্ত।
বুধবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় উপজেলার আলগী দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হাসান অক্ষত থাকলেও র্যাব সদস্য মো. আলী আহত হন। তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট লক্ষীপুর ছোট লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ শেষে উপজেলায় ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র্যাব সদস্যদের তিনটি গাড়িতে হামলা করে দূর্বৃত্তরা। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের গাড়ি বহরে হামলা করে ভাঙচুর করে।
৭নং ওয়ার্ড নির্বাচন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন জানান, আমরা নির্বাচনের ফলাফল ঘোষনা দিয়ে আসার সময় একদল সংঘবদ্ধ লোক রাতের আধারে আমাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল মেরে।