মোঃ আলমগীর হোসেন।।
সারাদেশ করোনা মোহামারির নতুন ভেরিয়েন্ট অমিক্রন ছড়িয়ে পড়েছে। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। অমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
করোনা মোহামারি নিয়ন্ত্রণের জন্য ইতোমধ্যে সরকার জনসমাগম, দোকান-পাট, শপিং মল, হোটেল রেস্তোরাঁ সহ চলাপেরার উপর বিধি নিষেধ আরোপ করেছেন এবং মাক্স পরিধান করার জন্য গুরুত্ব দিয়েছেন।
১৯ জানুয়ারী বুধবার দুপুর ১২টায়, করোনা মহামারির নতুন ভেরিয়েন্ট অমিক্রন নিয়ন্ত্রণে জনসচেতনতা বাস্তবায়ন করার জন্য হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন পাটওয়ারীর পক্ষ থেকে হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়া হাইমচর উপজেলার জনগণকে সচেতন হওয়ার জন্য অনলাইনে এক বার্তা দিয়েছেন।
৬ নং চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনলাইন বার্তায় হুমায়ুন কবির প্রধানীয়া বলেন সরকারের সকল স্বাস্থ্যবিধির নির্দেশনা মেনে সকলে চলাফেরা করবেন। সবসময় আপনারা মাক্স পরিধান করবেন। যদি কেহ করোনায় আক্রান্ত হয় তাহলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন। অসহায় করোনা রুগীকে আমরা অতীতের ন্যায় ভবিষ্যতে ও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।