চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল বেপারী (২৮) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের নিশি বিল্ডিং রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পাঁকা রাস্তার ওপর হতে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
সোহেল পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড কয়লাঘাট এলাকার বেপারী বাড়ীর মো. রবিউল বেপারীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সময় ০৪.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন ৭নং পৌর ওয়ার্ডস্থ নিশি বিল্ডিং রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পাঁকা রাস্তার উপর হতে সোহেল বেপারী নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা হইতে ইয়াবা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করিয়া আসিতেছিল।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল ধৃত আসামীর এর কাঁধে ঝুলানো থাকা ০১টি কালো রংয়ের পুরাতন স্কুল ব্যাগে রক্ষিত সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি স্বচ্ছ সাদা জিপারের মধ্যে, প্রতিটিতে ৫০০ পিস করে, সর্বমোট ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন-১৫০ গ্রাম এবং মূল্য- ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার মামলা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। আটক আসামীকে আদালতে পাঠানো হয়েছে।