শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুরে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

reporter / ১৪৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
জাটকা রক্ষায় চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় কোস্টগার্ডের অভিযানে জব্দ ১০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
৩ মার্চ বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্টেট্রের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা।
অভিযানে অংশগ্রহনকারী সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেলেদের পেতে রাখা ১০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। অভিযানের টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। যে কারণে তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, জব্দকৃত জালগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে চাঁদপুর জেলা প্রশাস কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাটকা রক্ষায় দিন ও রাতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মওজুদ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ১ থেকে ২ বছর সর্বোচ্চ কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।


এই বিভাগের আরও খবর